মনের কথা লিখবো,
মন যা চাই তাই লিখবো,ভুল হলে ভুল থেকে শিখবো

আমার বাবা আর নেই, তিনি ০১-০৭-২০১৭ তারিখে না ফেরার দেশে চলে গেছেন,ওনার জন্য সকলে দোয়া করবেন।

Saturday, 2 December 2017

# কবিতা

ভালোবাসা জমে যাক

এনায়েত শাওন_ Anaet Shawon 
*********************************************************************

খুব ঠাণ্ডা পড়ুক
ভালোবাসা জমে যাক
মিলি লিটারে মেপে গ্লাসে গ্লাসে ঢেলে নিবো
জানালা খুলে হাত বাড়িয়ে নিব সফেদ বরফ কুচি
ভালোবাসা জমে যাক
খুব ঠাণ্ডা পড়ুক।

প্রচণ্ড শীতে খুব জ্বরাক্রান্ত হলে
হাতমোজা খুলে কপালে ছোয়াব হাত
থার্মোমিটার হয়ে যাবে মেপে দিব ভালোবাসার জ্বর
ভালোবাসা জমে যাক
খুব ঠাণ্ডা পড়ুক।

পায়ের জুতো খুলে একটু পরশ নিব তোমার উষ্ণ পায়
পায়ে পায়ে ভালোবাসা জমে যাক
খুব ঠাণ্ডা পড়ুক।

ঠোঁটেঠোঁটে উত্তাপ ছড়াক
আরও ঠাণ্ডা পড়ুক জমে যাই দুজনে। 

সূর্য লুকিয়ে থাকুক, ছুটি দিয়ে দিব সব কাজ
খুব ভালোবাসাবাসি হবে
 জমে যাক ভালোবাসা
খুব ঠাণ্ডা পড়ুক।

No comments:

Post a Comment

Search This Blog

fb followers