********
ও মেয়ে তোর হরিণী
চোখ
মুখে আছে সাত চাঁদের
রুপ,
রুপ দেখে তোর
পাগল সবাই
তোর ভালোবাসা
সব ছেলে চাই।
আমি হলাম নিন্ম
সবার,
ভালোবাসা চাইবার
অধীকার আছে আমার?
এই প্রশ্নের উত্তর
দিলে তুই…
তোকে দিবো ভালোবেসে
ফুল জুঁই।
সকলে জানি লাল
গোলাপ দেয়ে
তোকে দিবো আন-কমন
এই
উষ্ঞ গন্ধের ফুল….
ভালোবেসে তোকে
দিবো রোজ বিকেলে জুঁই।

No comments:
Post a Comment