পরিবার টা ১১
জন সদস্যের
১টি টেলিভিশন
এ পরিবারের,
কিন্তু রিমোট
চাই প্রত্যেকের।
কেউ বলে 11 তে
চাপদে না,
কেউ বলে ভলিওমটা
কমা না,
কেউ বলে রিমোট
টা এদিকে দে…
কেউ বলে স্টার*জলসা
এনে দে…।
বাতিজা বলে কাকা
কার্টোন চাই,
বাবা রেগে বলে
খবর কী নাই..!
দাদা এসে বলে
এটা বন্ধ কর,
বন্ধ করে ঘরটা
শান্ত কর।
ভাইয়া বলে বনানীর
হেড লাইন টাদে,
দেখি ঐ সাদাফ
নামে জানোয়ারটা কে।
সকলের হৈচৈয়ে
রিমোট ক্ষয়,
এবার করো রিমোট
নিয়ে তোমরা টেলিভিশন জয়।

No comments:
Post a Comment