মনের কথা লিখবো,
মন যা চাই তাই লিখবো,ভুল হলে ভুল থেকে শিখবো

আমার বাবা আর নেই, তিনি ০১-০৭-২০১৭ তারিখে না ফেরার দেশে চলে গেছেন,ওনার জন্য সকলে দোয়া করবেন।

পৃথিবী কাঁপানো কয়েকটি মর্মস্পর্শী ছবি

বলা হয়, একটি ছবিতে যা প্রকাশ করা হয়, তা হাজার লাইন লিখেও বলা যায় না। কিছু ছবি মানুষকে হাসায়, কিছু বিষণ্ণ করে, কিছু হয়তো আতঙ্কগ্রস্ত করে। কিন্তু এরকম কিছু ছবি আছে যা মন ছুঁয়ে যায়, কাঁদতে বাধ্য করে একজন মানুষকে। সেরকমই কিছু মর্মস্পর্শী ছবি নিয়ে আজকের এই আয়োজন। দুর্বল চিত্তের মানুষদেরকে ছবি গুলো না দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। 

কয়েকটা ছবি হাজার শব্দের চেয়ে বেশি শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না । কিছু ছবি মানুষের ইতিহাস বদলায়, কিছু ছবি মানুষকে স্বপ্ন দেখায় আর কিছু ছবি মানুষকে বাকরুদ্ধ করে। আজ আসুন দেখা যাক এমনিই কিছু ছবি।

No comments:

Post a Comment

Search This Blog

fb followers