*********
রাজা আপনি মারা গেছেন
প্রিয় দেহ রেখে এসেছেন
আত্না নিয়ে এখানে এসেছেন
গঠন দেহ নিয়ে এসেছেন।
পাবেন না ব্যথা কোন স্পর্সে আর
পুতে দিয়েছে আপনার দেহ ৩হাত-
মাটির নিচে সমাজ সংসার।
এখন থেকে আপনি হলেন সবার,
কিন্তু কেহ হবে না আপনার ।
চাইলে আপনি দেখতে পারবেন,
স্পর্স না করতে পারবেন।
লাভলীর কাছেও যেতে পারবেন-
স্পর্স না করতে পারবেন,
শুধু সামনে পিছন গুরতে পারবেন।
চুপ বলে দমক দিলাম,
এই জন্য কী রাজা হলাম?
লাভলীকে চাই আমার
মানিনা এ নিয়ম নীতি আর।
সমনে পিছনে গুরেছি ৩বছর
তবু “মা” এর বিরূদ্বীতাই হয়নি দেনমোহর।
এখন তো আমিই রাজা
নিয়ে আয় লাভলী কে য……।
রাজা আপনি রবের কাছে চান,
রবের কাছে লাভলী কে চান ।
তো রবের সামনে নে আমায়…,
রবের কাছে লাভলী কে চাই।
রবের কাছে আর্জি করেন,
এখন থেকেই উত্তর পাবেন ।
কী বলিস..!
এটা না আমার রাজ্য…
উত্তরের জন্য করতে হবে না রাজ্য তেজ্য?
রাজা রবের উপস্থিতি সব জায়গায়,
রব আছে বসে আর্জির আসায়।
সবখানে তে রব আছে ?
তাহলে তো সেও দেখেছে।
মনে মনে ভাবতে লাগলাম,
লজ্জায় লাল হতে লাগলাম।
লাভলীর সাথে বসে ছিলাম
লেবু গাছের তলে,
রব তো তা দেখে ফেলেছে
উপস্থিতির ছলে।
শুধু বসে থাকলে এখন
লজ্জা করতো না।
যা যা হয়েছে তা আর
বলতে পারবো না ।

No comments:
Post a Comment