সবুজ শেখ
*********
নিজস্ব কোন শ্রাবন নেই আমার,
নেই লাল সাদা কাপর পরবার কেহ বৈশাখে।
পহেলা ফাল্গুনে তোকে নিয়ে রোদে পুড়িনি,
পাইনি ১৪ই ফেব্রুয়ারী এক সাথে করতে পালন।
২ জন ভিজিনি কোন বর্ষনে,
তার আগে তুই অন্যের হলি…?
শত মানুষের ভিরে এখনো তোকেই খুঁজি
তোর মায়া কাটিনি এখনো।
ভুলিনি সে কয়েক দিনের কথা আজো,
সব কিছু যেন থেমে গেছে মনে হয়।
শুধু তোর দেয়া তিন কাটার যন্তটা-
চলছে তো চলছে থামছে না আর!!
এ তোরি মত বঈমান,আমি থেমে আছি-
কিন্তু সে ঠিক তোরি মত চলমান।
তুই বেঈমান, তুই বেঈমান, তর সব কিছ বেঈমান।

No comments:
Post a Comment