জাল মানুষ
মুজিব তুমি আমাদের অন্তরে থাকবে ততকাল,
যতকাল থাকবে আমাদের দেহের রক্ত লাল।
লাল দেখলে মনে পড়ে তোমার হত্যার হাল,
কেমনে হত্যা করে গড়ে ছিলো তারা লাল রক্তেরি খাল।
১৫ আগস্ট জন্ম দিন করলো তারিখ করে জাল
সেতো আর বুঝলোনা আমাদের বাঙালীর মনের হাল।
জাল তারিখে জাল জন্ম যাহার,মানুষটাওতো জাল,
সে আর কেমনে বুঝবে আমাদের বাঙালীর মনের হাল।
সবাই থাকে শোকাহত মুজিব তোমার ব্যথাই,
জল মানুষটা সুখে থাকে কেক নিয়ে বাসায়।
আমরা সকলে চাই তার মরন যেন ১৫ আগস্ট হয়,
সকলে যেন তার দিবস পায়,মৃত্যু দিবস নয়।
মুজিব তুমি আমাদের অন্তরে থাকবে চিরকাল,
১৫ আগস্ট শোকপোহাবো যার জন্ম নয় জাল।
মুজিব তুমি আমাদের অন্তরে থাকবে ততকাল,
যতকাল থাকবে বাংলার পূর্বের সূর্য লাল।
No comments:
Post a Comment