মনের কথা লিখবো,
মন যা চাই তাই লিখবো,ভুল হলে ভুল থেকে শিখবো

আমার বাবা আর নেই, তিনি ০১-০৭-২০১৭ তারিখে না ফেরার দেশে চলে গেছেন,ওনার জন্য সকলে দোয়া করবেন।

Friday, 7 April 2017

# কবিতা

স্বাধীনতাই বড়

            সবুজ শেখ


ও মা পেয়েছি আমি স্বাধীনতা
এটাই আমার বড়,
বাবার আদরটা মা আজ
তুমি একাই কর।

বাবা যখন দিয়েছে প্রাণ
রক্ষা করতে ভাষা ও মান
দুঃখ কিসে আরো ?

বাবার আদরটা মা আজ
তুমি একাই কর।

স্বাধীনতা পেয়েছি মা এটাই
আমার বড়।

No comments:

Post a Comment

Search This Blog

fb followers