মনের কথা লিখবো,
মন যা চাই তাই লিখবো,ভুল হলে ভুল থেকে শিখবো

আমার বাবা আর নেই, তিনি ০১-০৭-২০১৭ তারিখে না ফেরার দেশে চলে গেছেন,ওনার জন্য সকলে দোয়া করবেন।

Wednesday, 12 July 2017

# কবিতা

৩০ লক্ষ অঙ্গচ্ছেদের দাম

বঙ্গ তুমি ৩০ লক্ষ মানুষের অঙ্গচ্ছেদের দাম
তোমার জন্য নারীরাও সইয়েছে ভিন্ন অপমান,
অপমানের লঞ্চণায় দিয়েছে অনেকেই জীবন
যার জন্য হারিয়েছে অনেকে তাদের মা ও বোন।

তাতেও করো দুঃখ নেই দুঃখ শুধু একটাই
অনেক বাঙালী ছিলো যারা চাইছিলো না তোমায়,
পাকিস্তনীর সাথে তারা হয়ে রাজকার
বাঙালীদের বলেছিলো বাংলা নয় আর।।

ভাষা যেন ছিলো তাদের বাপ দাদার দান
যার জন্য নিতে শুরু করলো নিরীহ বাঙালীর প্রাণ,
বাঙালীর তরুন সমাজ যখন গর্জে উঠলো পরে
ধীরে ধীরে লাশ হয়ে তারা শিয়াল কুকুরের ধারে।

৯ মাস পরে রাজাকাররা হলো নিহত,

মুজিবের মনটাকে তারা করে ক্ষত বিক্ষত।

No comments:

Post a Comment

Search This Blog

fb followers