সৈকত শাহরিয়া
আকাশের ট্যাংকিতে ফাটল ধরেছে!
পানি পড়ছে চুয়ে চুয়ে...
গরম দেশের প্রানীগুলো সব সেদিকে আছে চেয়ে!
পানি পড়ছে চুয়ে চুয়ে...
গরম দেশের প্রানীগুলো সব সেদিকে আছে চেয়ে!
হঠাৎ করেই বজ্রপাতের শব্দ,
রিকশা থেকে নেমে দৌড়ে পালায় প্রেমিক!
প্রেমিকার সেকি কান্না!
প্রেমিকের দেয়া কদমফুল ছুড়ে ফেলে প্রেমিকা হাঁটে একা!
কাকের গলা বসে গেছে ঠান্ডায়, নেই শব্দ কা-কা...
সেদিকে বসন্ত নেই বলে কোকিলেরও নেই দেখা।
রিকশা থেকে নেমে দৌড়ে পালায় প্রেমিক!
প্রেমিকার সেকি কান্না!
প্রেমিকের দেয়া কদমফুল ছুড়ে ফেলে প্রেমিকা হাঁটে একা!
কাকের গলা বসে গেছে ঠান্ডায়, নেই শব্দ কা-কা...
সেদিকে বসন্ত নেই বলে কোকিলেরও নেই দেখা।
পুকুরের
পানি কুসুম গরম, সাঁতরে হবো পার,
ঋণগ্রস্থ আমি তবুও এমন দিনে ভালোবাসা করবো ধার!
তোমার আবেগ উতলে দিবো ধারের ভালোবাসায়,
অসুর হয়ে নাচবো আমি, মাতবো আদিম খেলায়!!
ঋণগ্রস্থ আমি তবুও এমন দিনে ভালোবাসা করবো ধার!
তোমার আবেগ উতলে দিবো ধারের ভালোবাসায়,
অসুর হয়ে নাচবো আমি, মাতবো আদিম খেলায়!!

ধন্যবাদ সবুজ শেখ
ReplyDeleteআপনাকেও ধন্যবাদ ভাই, কবিতাটি সামান্য একটি ব্লগকে দেয়ার জন্য।
ReplyDelete