মনের কথা লিখবো,
মন যা চাই তাই লিখবো,ভুল হলে ভুল থেকে শিখবো

আমার বাবা আর নেই, তিনি ০১-০৭-২০১৭ তারিখে না ফেরার দেশে চলে গেছেন,ওনার জন্য সকলে দোয়া করবেন।

Thursday, 6 April 2017

# আমার কথা

হিংসা

তোমার ভালো কাজ দেখে যদি হিংসুটে ব্যক্তি হিংসা করে,
তবে তুমি তার প্রতি হিংসা করোনা।
মনে করো,
মনে করো হিংসুটে ব্যক্তির দৃষ্টি তোমার ভালো কাজের উপর অর্পিত হয়েছে,
তাই সে হিংসা করছে।
                                                                                    সবুজ শেখ

No comments:

Post a Comment

Search This Blog

fb followers